Ads

একুশে

সুবোধ সরকার

ভাষা বাঁচে নুন হলুদে, ভাষা বাঁচে নদীর বাঁকে
মেয়েরাই আঁচল দিয়ে ভাষাটাকে বাঁচিয়ে রাখে।
মেয়েরাই মাতৃভাষা , আমরা তো ফেব্রুয়ারি
মেয়েরাই শীতলপাটি, ছেলেগুলো বারদুয়ারি।
বাংলাতে কঅক্ষর, নিতে চায় বাংলা হাতে
বাঙালিরা ‘বাংগালী’ না,দেখা হবে আসল মাঠে।
দুর্গাকে কী অপমান, রাস্তায় নামিয়ে দিলে
খেতে চায় বহিরাগত চিল আর শকুন মিলে।
দুঃখের দুমুঠো চাল মেয়েরাই বাঁচিয়ে রাখে
বলো আমি কীকরে ভুলি মেরেছিলে আমার মাকে?
ভাষা বাঁচে নুন হলুদে, বর্গিকে হবে তাড়াতে
বাঙালিরা ‘বাংগালী’ না , দেখা হবে আসল মাঠে।

কবিঃ কবি ও সাহিত্যিক, কলকাতা, ভারত

আরও পড়ুন