Ads

জিততে আমি পারিনি

-নুরে আলম মুকতা

জিততে জিততে হেরে গিয়েছি
তবু আমি হারিনি ,
জিতে গিয়েও তোমার কাছে
জিততে আমি পারিনি ।

কেঁদে কেঁদে সুখের নহর
ভরিয়ে দিয়েও কাঁদিনি,
হৃদ যাতনা চেপে গিয়ে
তোমায় কিছুই বলিনি ।

নিশুতি রাতে চোরের মতো
ভালোবেসেছি বলিনি,
তপ্ত রবির রঙিন আলোয়
বিষন্ন মুখ দেখাইনি ।

বলতে বলতে বুকের ব্যাথা
থেমে গিয়েছি বলিনি,
নামতে বলেছো চুমুর কুপে
তবু কেন নামিনি !

জীবন জ্বালার আগুন জেনেও
দগ্ধ কখনও হইনি,
পালাতে পালাতে লুকিয়ে গিয়েছি
তবু আমি পালাইনি ।

নুরে আলম মুকতা কবি,সাহিত্যিক ও সহ-সম্পাদক মহীয়সী।

আরও পড়ুন