Ads

বৃষ্টি ভেজা শরৎ

ফারহানা শরমীন জেনী

ঝিরিঝিরি ঝিপঝিপ
সারাদিন একটানা
বৃষ্টির গান যেন
চলছেই টিপটিপ।

শরতের সাদামেঘ
ক্রন্দনে কালো সাজে
আকাশের নীলগায়ে
আঁকে তার আবেগ।

শিউলির ভেজা রুপ
দেখে হয় আনমনা
কবিমন লেখে ফেলে
কবিতাটা চুপ চুপ।

কাশফুল দোলখায়
তার সাথে ময়ূরেরা
আনন্দে নাচ করে
পেখমের ভাবনায়।

ঋতুরাণী যায় চলে
তবু কাঁদে দিনরাত
প্রকৃতির মন জুড়ে
কষ্টেরা কথা বলে।

২৯/০৯/১৯
রাজশাহী

ফারহানা শরমীন জেনী – কবি, সাহিত্যিক, ও সহ-সম্পাদক, মহীয়সী।

আরও পড়ুন