Ads

ভাষা সৈনিকদের স্মরণে

আব্দুর রহিম রবিন

কৃঞ্চচূড়ার রক্তিম লাল আজ লজ্জাবনত,
যেন হৃদয়ের সবটুকু রংয়ে রঞ্জিত অন্তর ব্যাথাতুর ভারাক্রান্ত!
বায়ান্নের সেই ৮ই ফাগুনের থমকে যাওয়া রক্তরঞ্জিত দুপুর,
পাকিস্তানীদের পৈশাচিক বর্বরতা জীঘাংসার সামনে
দেশপ্রেমী শহীদ ভাষা-সৈনিকদের অকাতর জীবন দান।

মা মাটি মানুষ মাতৃভাষার জন্য, গুলিতে ঝাঝরা বুকের
ফিনকি ছোটা তাজা রক্তে রঞ্জিত রাজপথে
লুটিয়ে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ভীক ছাত্রসেনা
সালাম রফিক জব্বর বরকতের নিথর নিস্পাপ মুখগুলো
আজও তোলপাড় করে মনের গহীনে!

কতটা পিশাচ হলে মানুষরূপী জানোয়ারের দল
কেড়ে নিতে চায় মানুষের মুখের ভাষা!
সেই ঊনিশ শত বায়ান্ন’র একুশে ফেব্রুয়ারি,
ভয়ংকর জঘন্যতার বীভৎস মর্মান্তিক ইতিহাস
আজও বারবার মনে পড়ে! রক্তরঞ্জিত বায়ান্ন হতে
অনেকটা সময় হয়েছে অতিক্রান্ত,
সালাম রফিক জব্বর বরকতের নিথর নিস্পাপ মুখগুলো
স্মৃতির পাতায় চীর ভাস্বর, তাই লজ্জাবনত কৃঞ্চচূড়ার
রক্তিম রঞ্জনের সারাটা মন ব্যাথায় ভারাক্রান্ত!
বসন্তের পহেলা ফাগুন আর ভালোবাসা দিবসের
রঙ্গীন সব বাসন্তি প্রেম ভালোবাসারা কদিন বাদেই
আটই ফাগুনে শোকের ছায়ায় মিশে যায়!

বুকের গভীরে পাথর চাপা অনুভুতিরা স্মৃতিচারণে
রক্তিম হয়ে উঠে ২১ ফেব্রুয়ারির বিদারী কান্নায়!
সালাম রফিক বরকত জব্বর, প্রানের ভাই আমার,
আপনারে উৎসর্গ করে গুচিয়েছো অপরের অন্ধকার!
শ্রদ্ধা ভরে আজ দলে দলে জাগরূক জাতি
কায়মনো বাক্যে তোমাদের করছে স্মরণ।
দেখেছো দেশপ্রেমী সূর্য সন্তান,
বর্বর হায়েনার পৈশাচিকতা তোমাদের তাজা রক্তে
তোমাদেরই প্রাণকে ঝলসে খেয়ে
তৃপ্তির ঢেকুর তুলেছে লিপ্সু অহমিকায়।

তাইতো দ্বিধাহীন দীপ্তকণ্ঠে বলতে পারি,
দেখ প্রভাত ফেরিতে কত মানুষ কত মাতা পিতা
কত বন্ধু ভগ্নি ভ্রাতা, ফুলর মত কত কচি শিশুপ্রাণ
শৃঙ্খলিত শহীদ মিনারে হেটে যায়,
ফুলে ফুলে ফুলেল পুস্পাঞ্জলীতে জাতির আহৃদয়
শ্রদ্ধাঞ্জলী তোমাদের চরণে নিজেদের করে সমর্পন।

দেখ দেখ শহীদ ছাত্র সেনারা- মরে গিয়েও তোমরা
কত সুন্দর ভাবে বেঁচে আছ আমাদের মাঝে,
বাংলা বাঙ্গালীর প্রানের সাথে তোমাদের অমর বন্ধন!
দেখো কত শিশু কিশোর প্রাণ প্রভাত ফেরিতে
খুব ভোরে শহীদ মিনারে হেটে যায়,
তোমাদের স্মরণে গেয়ে গেয়ে হেটে যায়,
”আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি”

দেখো আজ সারা বিশ্ব জানে এ বঙ্গ- ধন্য জননী,
গর্ভে ধারণ করে সে কত বীর, কত সূর্য-সন্তান!
ফুলেল শ্রদ্ধায় আজও,তোমাদের স্বরণ কওে বিশ্ব ব্যাপী
কত শত কোটি মানুষের কত কোটি কোটি সবজ প্রাণ!

কবিঃ কবি, সাহিত্যিক ও কলাম লেখক 

আরও পড়ুন