Ads

মধ্যবিত্ত

।। মাহমুদা আক্তার ।।

 

আমি মধ্যবিত্ত বলে,

জোরে কথা বলতে পারিনা।

আমি মধ্যবিত্ত বলে,

আর্তনাদ করতে পারিনা।

 

আমি মধ্যবিত্ত বলে,

ঘরে খাবার নেই বলতে পারিনা।

আমি মধ্যবিত্ত বলে,

ন্যায্যমূল্যের পণ্যের লাইনে দাঁড়াতে পারিনা।

 

আমি মধ্যবিত্ত বলে,

অসুস্থ মাকে বড় হাসপাতালে নিতে পারিনা।

আমি মধ্যবিত্ত বলে,

বাবার পছন্দের খাবার আনতে পারিনা।

 

আমি মধ্যবিত্ত বলে,

স্ত্রীর সব সাধ মেটাতে পারিনা।

আমি মধ্যবিত্ত বলে,

ছেলের সব বায়না ধরতে পারিনা।

 

আমি মধ্যবিত্ত বলে,

কারো কাছে সাহায্য চাইতে পারিনা।

আমি মধ্যবিত্ত বলে,

অন্যের কাছে মাথা নত করতে পারিনা।

 

আমি মধ্যবিত্ত বলে,

চাকরির জন্য মামা,চাচা,খালু ধরতে পারিনা।

আমি মধ্যবিত্ত বলে,

নিজের ব্যক্তিত্বকে বিকিয়ে দিতে পারিনা।

 

আমার দোষ একটাই

আর তা হলো আমি মধ্যবিত্ত।

 

আরও পড়ুন-আমরা বাঙালিরা কি মানসিক রোগী ?

 

মহীয়সীর প্রিয় পাঠক ! সমাজ,পরিবার ও আত্মউন্নয়ন মূলক অসাধারণ লেখা ও আর্টিকেল পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi এ লাইক দিন।

এবং প্রিয় লেখক ! আপনার  পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে-  [email protected]  ও  [email protected]

প্রিয় লেখক ও পাঠক আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম এ যুক্ত হয়ে আমাদের সাথেই থাকুন ।

 

আরও পড়ুন