Ads

মন পড়ে রয় ।। আশরাফ আল দীন

।। আশরাফ আল দীন।।

আমার এখানে ঢাকা দিন কুয়াশায়,
আমি আছি সুখে কম্বল গায়ে দিয়ে;
তোমরা এমন কনকনে শীতে গাজায়,
বধ্যভূমিতে কেমন যে আছো প্রিয়ে!

বাড়িঘর সব গুঁড়িয়ে দিয়েছে ওরা,
অনাহারে আছো আজ হলো কতদিন!
কোথাও রাখেনি সুপেয় জলের ধারা,
নরপশু গুলো দাপায় বন্ধহীন!

তোমরা আমাদের ভাইবোনগুলো আজি,
গাজা ভূখন্ডে অসহায় আছো পড়ে!
প্রতিরোধে যারা জীবন রেখেছে বাজি,
তাদের জন্য দোয়া করি মন ভরে।

মিরপুর, ঢাকা।
১৪/০১/২০২৩

আরও পড়ুন