Ads

মায়ের হাসি

আয়েশা নার্গিস

ইচ্ছে করে নিঝুম ভোরে

সুদূর তেপান্তরে,

মুক্ত পাখির পালক ছুঁয়ে

সবার অগোচরে।

অচিনপুরের নীল জোছনায়

ছড়িয়ে দিয়ে ডানা,

দূর অজানায় হারিয়ে যাবো

থাকবেনা’ক মানা।

ধরায় ভরা সুখের সাথে

দিয়ে মধুর আড়ি,

একলা দেবো সঙ্গোপনে

জীবন সাগর পাড়ি।

বুকের ভেতর থাকবে মাগো

তোমার মুখের হাসি,

ভূবন হারা হৃদয়তটে

সব ভোলানো খুশি।

কবিঃ কবি ও স্কুল শিক্ষক

আরও পড়ুন