Ads

রোজার মাসের শেষের দশে কদর আসে

মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূরঃ

রোজার মাসের শেষের দশে কদর আসে
হাজার মাসের আমল পাবো এমন রাতে,
রাতের শেষে রুহুল আমিন খাতার কোনে
নামটি আমার পূরণ করে উঠুক প্রাতে।।

দুনিয়াতে চলছে যখন করোনার ভয়
আমি তখন খোদার হৃদয় করতে জয়
সিয়াম কিয়াম পালন করে ঈমানটাকে
করছি পাকা নাজাত পেতে আখিরাতে।

আজকে নিশির গহীন রাতে জাগলে তুমি
হৃদয় তোমার ভরিয়ে দেবে নাজাত চুমি
কদর কালের এই সময়ে তোমরা তাই
ছাড় দিওনা দান অলস ঘুমের হেলাতে।

জীবন নদের আমল যতো খারাপ ছিলো
যেসব গুনাহ আমায় শুধু শরম দিলো
আজকে রবের দয়ার রাতে ক্ষমা দেবেন
দোযখ ছেড়ে বেহেশত আমি লুটব তাতে।

লেখকঃ কবি ওও সাহিত্যিক।

আরও পড়ুন