Ads

হে কদর রাতের স্রষ্টা

।। মাসুমা তাসনিম ।।

ওটা আমাদের প্রথম কেবলা,

যেদিকে ফিরে, না দেখা রবের উদ্দেশ্যে

আমরা প্রথম সিজদাহ দিয়েছি,

যার চত্বরে শুয়ে আছেন খলিলুল্লাহ,রবের

সাথে কথা বলতে পারা কালিমুল্লাহ সহ

আরও অনেক বার্তাবাহক।

সব নবী- রাসুল, ফেরেশতাদের নিয়ে

ওখানে নামাজ পড়েছেন প্রিয় হাবিবে খোদা।

ওটা তো সেই পূণ্যময় ভুমি, যেখান

থেকে বোরাকে করে রব্বে করীমের সাক্ষাতে

বের হয়েছেন তিনি।

সেই মসজিদ আমাদের ভিন্ন চেহারার

অভিন্ন প্রাণস্পন্দন।

আজ স্টান গ্রেনেডের ক্ষোভে প্রতিনিয়ত চূর্ণ

হচ্ছে আকসা,

প্লাবনের পানির মতো তার প্রাঙ্গণ

ধুয়ে যায় আমাদের লাল রক্তে,

রকেট হামলায় প্রভুর উদ্দেশ্যে হারিয়ে যায়

আমাদের মর্যাদাপ্রাপ্ত হাত-পা।

অভিশপ্ত জু-জাতির ঘৃণ্য ষড়যন্ত্রের প্রাচীর

চূর্ণ করে আমরা আকসাকে মুক্ত করতে চাই।

১৫ জুলাই ১০৯৯ সাল থেকে আমরা

এই লড়াই করে চলেছি।

হে কদর রাতের স্রষ্টা!

আমরা তো তারাই, যারা আলোর অভাবে

অন্ধকার পথে হেঁটে মসজিদে নামাজ পড়েছি,

গোটা পৃথিবী ব্যাপী কারাগারে আমরা আজ বন্দি।

ইখওয়ানে আমাদের উল্টো করে ঝুলিয়ে

গরম পানি আর আগুনের ছেকা দেয়া হয়েছে,

নির্যাতনে আমাদের শাহাদাতের পবিত্র দেহ

হিংস্র কুকুরদের মধ্যে ছুঁড়ে ফেলা হয়েছে,

সদ্যজাত শিশুর মতো উলঙ্গ করে

পৈশাচিক আঘাতে আমাদেরকে জর্জরিত করা হয়েছে,

আমাদের চিৎকারে বোধহয় ঘুম ভেঙে গেছে

পিরামিডে শায়িত নিথর লাশগুলোর।

সেই যে বীরঙ্গনা সুমাইয়ার (রা) শাহাদাতের

রক্ত পিচ্ছিল পথ ধরে আমাদের

যাত্রা শুরু হয়েছে,আজও তা থামেনি।

ওরা দেখতে চায়, কতটুকু ভালবাসি আপনাকে!

আমরা বলেছি, আমাদের জীবন শুরু হয়

মৃত্যু যবানিকার আড়াল থেকে,

শাহাদাত আমাদের জীবনের লক্ষ্য,

এ মৃত্যুকে আমরা এতটাই ভালবাসি যে

প্রভুর সাক্ষাতে আমরা আবারও ফিরে আসতে চাইবো

এমন অমীয় সূধা পান করার জন্য।

প্রভু হে!

আপনি অনেকবার আমাদের পরীক্ষা করেছেন।

আমাদের মাঝে একজন খাব্বাব নাই, একজন

রাসুল ও নাই, যার কাছে গিয়ে কি বলবো

“আপনি কি আমাদের জন্য আল্লাহর নিকট দোয়া

করবেন না?”

হে রব্বে কদর!

আমরা জানি সেই খাব্বাবের রব আছেন,

মোস্তফার রব আছেন,

যাঁর প্রতি আমাদের ভালোবাসা, পোশাক

বদল করার মত নয়, পুড়ে পুড়ে

নিখাদ সোনার চেয়েও খাঁটি সে ভালোবাসা।

আপনি তো বলেছেন, কষ্টের

সাথেই রয়েছে স্বস্তি।

আজ কোরআন নাজিলের এই মহিমান্বিত রাতে

আমরা আমাদের ডান্ডাবেড়ী পড়া সকল

মজলুমের মুক্তি চাই,

আল আকসা সহ তাবৎ পৃথিবীতে

স্বাধীন পতাকা দেখতে চাই ।

আমরা জানি, আমরা দোয়া কবুলের

অযোগ্য গোলাম হলেও

আপনি দোয়া কবুলের যোগ্য মালিক।

রব্বিগ ফির ওয়ারহাম ওয়াংতা খয়রুর রহিমীন।

“হে আমাদের প্রতিপালক!

ক্ষমা করেন ও দয়া করেন, আপনিই তো শ্রেষ্ঠ দয়ালু”

আপনি আমাদের দোয়া কবুল করুন,

 

আমীন।

১:৩৮ রাত

১০/০৪/২০২৩

 

আরও পড়ুন