Ads

ডিজিটাল গেইম

রফিকুল্লাহ কালবী

এখন তো আর খেলে না কেউ
বৌচি গোল্লাছুট,
বিদ্যালয়ের মাঠগুলো সব
হয়ে গেছে লুট।

ডাঙ্গুলি আর গাদন খেলার
স্মৃতি শুধু টানে,
কয়জনা ভাই জানে এখন
হা-ডু-ডুটার মানে?

এখন নাকি সকল খেলাই
সেলফোনে মেলে,
ঘাম ঝরিয়ে ভুল করেছেন
ম্যারাডোনা-পেলে।

গাছ তলাতে তাস-পাশা আর
ঘরে বসে লুডু,
মোবাইলে গেইম খেলো ভাই
কে খেলে হা-ডু-ডু?

সাঁতার এবং লাঠি খেলায়
মজা ছিলো খুব,
সে সব ভুলে সবাই এখন
ডিজিটালে ডুব।

দশ বছরেই চশমা লাগে
মেরুদণ্ড কুঁজো,
পাগল হবার আগেই বাপু
একটুখানি বুঝো।

শরীর এবং মন মননে
কষ্ট কষ্ট ছাপ,
বাংলাদেশের কপাল জুড়ে
দুঃখ মনস্তাপ।

কুষ্টিয়া, ১৯/১০/২০২০

কবিঃ সাহিত্যিক ও কলামিস্ট 

আরও পড়ুন