Ads

বিজয়ের গান

—-হোসনে আরা মেঘনা

হে মহান বিজয়, তোমায় দেখেছি
ছোট্ট কিশোরের পবিত্র হাসিতে,
পাখির কণ্ঠে, মাঠের সোনালী ফসলে,
রাখালের মধুর সুরের বাঁশিতে।

শুনেছি তোমার উল্লাসী কণ্ঠ
কৃষক, মজুরের বিজয়ের গানে,
দেখেছি উচ্ছসিত তৃপ্তির হাসি
কৃষাণীর গোলাপী ঠোঁটের কোণে।

তুমি আছো তাই দামাল ছেলেরা
হল্লা করে ছুটে স্কুল পানে,
বিজয়ের প্রতীক করিছে ধারণ
মিলেছে সবাই বিজয়ের গানে।

হে তৃষিত বিজয়, তুমি ছিলে —-
শেখ মুজিবের শিহরণ জাগানো
রক্ত টগবগে মুক্তিকামী ভাষণে,
“মুজিবনগর সরকার” গঠণে,
স্বাধীনতার ঘোষণায় আর
স্বাধীনতা যুদ্ধের ময়দানে।
ছিলে ত্রিশ লক্ষ মানুষের
মর্মভেদী আত্মত্যাগের মাঝে,
ঘরছাড়া নিপীড়িত কোটি বাঙালীর
ছিনিয়ে আনা স্বাধীনতার সাজে।

অত্যাচারী, পিশাচের দল মারলো বুদ্ধিজীবী,
মারলো বীর সৈনিক কত শত শত !
রুখতে তাদের “মিত্র বাহিনী” বাড়িয়ে দিল হাত
করলো গঠণ “অপারেশন জ্যাকপট”।
বঙ্গবীর ওসমানীর ছিল ” মুক্তি বাহিনী “,
খালেদ মোশাররফ, সফিউল্লাহ্ আর
জিয়াউর রহমানের ” ব্রিগেড ফোর্স” —–
শত্রু হননে ছিল বিক্ষুব্ধ, সোচ্চার !

তোমার নেশায় হে বিজয়
“যৌথ বাহিনী “, “গেরিলা বাহিনী”
বুকের তাজা রক্ত ঢালি করেছে সংগ্রাম
কণ্ঠে বাজিয়ে “জয় বাংলা” ধ্বনি।

পদ্মা, মেঘনা, যমুনা রবে যতদিন বহমান,
যতদিন এ দেহে রবে বিন্দুমাত্র প্রাণ —-
দেখি যেন বাংলায় বিজয়ের সম্মান,
যেন শুনি কেবলই বিজয়ের গান।

হোসনে আরা মেঘনা – কবি ও সহ-সম্পাদক, মহীয়সী।

আরও পড়ুন