Ads

মোবাইল আসক্তি

শাহীন আক্তার স্বাতী

আব্বু ভীষণ ব্যস্ত কাজে
মোবাইলটা তার সঙ্গী,
আম্মুটাও মোবাইল নিয়েই
কেমন করে ভঙ্গি!

সারাটাদিন ফেইসবুকেতে
আব্বুটা দেয় ডুব,
আম্মু আবার টিকটকেতে
সময় কাটায় খুব!

আমার সাথে কেউ খেলেনা
একটু ভালোবেসে,
পাশে এসে কেউ বসেনা
একটুখানি হেসে।

আমিও তাই সারাটাদিন
মোবাইল নিয়েই থাকি,
কার্টুন দেখে সময় কাটাই
পড়াতে দেই ফাঁকি।

তাইনা দেখে আব্বু বকে
আম্মু করে রাগ,
তাদের শাসন দেখে মনে
পড়ে দুখের দাগ।

আমরাতো হায় ছোট্ট শিশু
প্রিয় অনুকরণ,
বড়রা যা করে সেটাই
করি অনুসরণ।

বাবা-মায়ের হাতে যদি
থাকতো শুধু বই,
শিশু মনের বিকাশ ভালো
হতো অবশ্যই।

কবিঃ  জাপান প্রবাসী কবি ও সাহিত্যিক 

 

আরও পড়ুন