Ads

অতঃপর তুমি

এম রেজাউল  করিম

কি দরকার আর, তাকে ভালোবাসবার
চলেই গেছে যে, দরকার কি তাকে পিছু ফেরাবার,
প্রতিটি  নির্ঘুম রাত তোমায় কষ্ট  দেয়
মরে  গিয়েও বেঁচে  আছো  বলে……
যাক না সে, কোথায়  গেছে  চলে ।।

চলে গেছে  যে, তার তো হবেই না সময়
অতীত  পানে  ফিরে  চাইবার,
কেন তুমি চেয়ে চেয়ে দেখো তবু বার বার
প্রয়োজন আছে কি তোমার ঋণ শুধিবার ?

ছাড়া  পেয়েছে যে, সে তো হাসবেই
নিজের  মতো করে  এখন তো বাঁচবেই
তুমি কেন তাহলে নিজের সময় ফুরোবে না
পথের  ক্লান্তি ভুলে, ভুল  বিশ্বাসে জেগে রবে
এগুলো সব ভুলে না গেলে  কেমনে তুমি সুখী হবে?

আরও পড়ুন