Ads

অন্য আমি

 

কি এমন নীলের যন্ত্রণা তোমাকে দিয়েছি বলো যে তুমি এক আকাশ ছেড়ে অন্য আকাশে পাড়ি দিলে?

কি এমন বিদ্যুতায়িত স্রোতের মাঝে তুমি ডুব দিলে যে তোমাকে দিকভ্রান্ত করে ভাসিয়ে নিয়ে আছড়ে ফেললো কোন জনমানবহীন মোহনায়?

অন্ধমোহ কেটে যখন তুমি একটু একটু করে প্রাণ ফিরে পাবে তখন প্রাণের স্পন্দন কি মিলবে তোমার শ্বাসে?

বসন্তের নান্দনিক রুপে বিভোর হয়ে তুমি আর আমি যে ফুল ফুটিয়েছিলাম সে ফুল মাড়িয়ে তুমি কন্টাকীর্ণ বাগানে গেলে তোমার ফোটানো ফুলের ব্যাথা কি তোমাকে একবারও কাঁদায় না?

নিকোটিনের ধোঁয়ায় নিজেকে লুকিয়ে রাখি, লুকিয়ে রাখি চোখ থেকে গড়িয়ে পড়া পানি,বুকের মাঝে অসহ্য ব্যাথা তবুও হাসি মুখে বলি ও কিছু না;কারণ তোমার বাগানের দায়িত্ব নিয়েছি আমি!

শত সহস্র বছর পরে কোন এক রোদেলা দুপুরে হয়তো আবার পথ ভুলে দেখা হবে, জানিনা সেদিন আমি আজকের আমি থাকবো নাকি হয়ে যাবো অন্য আমি?

 

ফারহানা শারমীন জেনী – কবি ও সাহিত্যিক 

আরও পড়ুন