Ads

ঈদের কেনাকাটা

মোঃ মোস্তাফিজুর রহমান আকন্দঃ

শখের বশে শপিং মলে
যাচ্ছো হাসি কিনতে,
আনছো কিনে কভিড উনিশ,
দুঃখ যদি জানতে।

ঈদের দিনে নতুন পোশাক
এটি ঈদের শর্ত নয়,
বাঁচতে হলে ঘরেই থাকো
বাইরে মরণকূপের ভয়।

আবেগটাকে বিবেক দিয়ে
যাচাই করে পথ চলো,
বিপদ ডেকে ঘরে আনা
বুদ্ধিমানের কাজ, বলো?

আবেগটাকে সামলে চলা
এখন ভীষণ প্রয়োজন,
নইলে বিপদ সামনে ভারি
করছো নিজেই আয়োজন।

বড়লোকি ভাব দেখানোর
মানবতায় মূল্য নাই,
বাঁচতে হলে মানতে হবে
এমন বিবেক উদয় চাই।

রবের ওপর ভরসা করে
ঘরে বাড়াও ইবাদত,
মহান মাবুদ রাজি হলে
পাল্টে যাবে দৃশ্যপট।

লেখকঃ কবি।

আরও পড়ুন