Ads

কেউ থাকবেনা আপন আর !

শাহনেওয়াজ কাকলী

হয়তো আর কোনদিন দেখা হবেনা
শুভার্থীর হাহাকার বার্তায়
বুকের ভেতরে রুদ্ধশ্বাস
ফুসফুসটাকে কামড়ে ধরে
সত্যি কি আর কারো সাথে দেখা হবেনা?
সত্যি কি আর প্রিয়জনকে
বুকে জড়িয়ে ধরতে পারবো না,
তবে আর ভালবাসা নয় বিনিময়ে?
কপালে চুম্বনে, মাথায় হাত
পিঠ চাপড়ে কেউ দিবেনা বাহবা আর !

চারটা দেয়াল তো আগে এভাবে বলেনি
ছেড়ে দীর্ঘশ্বাস-হু হু বাতাস
আলো জানালায়, প্রহরারত শুন্যতায়
আমাদের ঘরে আর পদচিহ্ন রাখবেনা
আমাদের বন্ধু, আত্নীয় বা প্রতিবেশী
আর কখনোই না কোন অতিথি…

এমন জীবন ভাবেনি, কখনই কোন মানবই!
অথচ পাখিরা ডালে বসে, আকাশে উড়ে …
কিংবা মোড়ের দোকানে কুকুর ছানাগুলো
একটা একটাকে কামড়ে কত খেলা করে।
জলে হাঁস, তলে মাছ,বাতাসে সবুজ গাছ
ঝাঁকে ঝাঁকে কীট পতঙ্গ, সবাই তো বিহঙ্গ।
শুধু মানুষেরই আর নেই পৃথিবীর অধিকার!

মানুষ প্রকৃতিকে ঠকিয়েছে, তাই প্রকৃতি মানুষকে।
আমরা ঠকেছি প্রিয় ভেবে,
প্রিয়ও ঠকেছে ভেবে আমাকে।
আজ সব নিঃশেষ ধোঁকাবাজ…

প্রতিটি মানুষ নিঃসঙ্গ, মৃতমগ্ন চিন্তায়
কেউ থাকবে না আমাদের আপন আর!

২৮শে মে ২০২০
পুর্বাচল

কবিঃ ফিল্ম মেকার (জাতীয় পুরষ্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক)ও পেইন্টার 

আরও পড়ুন