Ads

জোয়ার-ভাটা

আরজু নাস‌রিন প‌নি

তু‌মি খুব বদ‌লে গে‌ছো!
আ‌বে‌গে এখন আর জ‌ড়ি‌য়ে রা‌খো না!
আ‌মি বড্ড খাম‌খেয়ালী
ভা‌লোবাসার অ‌ভিনয়টা ঠিক আ‌সে না
যতটুকু বা‌সি তার‌চে‌য়ে চে‌পে রা‌খি বরং বে‌শি
একুল ওকুল দুকুল ছা‌পি‌য়ে সারাক্ষণ
‌জোয়া‌রের ছলাৎ ছলাৎ ভাব আমার আ‌সে না
তু‌মি ভাটার টা‌নে গভী‌রে যাও‌নি কখ‌নো
তাই চন্দ্র সূ‌র্যের মিল‌নের অনুভূ‌তি বোঝ না
ভরাকটাল, মরাকটাল বা তেজকটালের আ‌বেগ তোমার আস‌বে না।
আ‌মি খুব মু‌খি‌য়ে থা‌কি জোয়ার বা ভাটার!
জা‌নি দু‌টো‌তেই আ‌বে‌গের বড় বে‌শি উপ‌স্থি‌তি বা অনুপ‌স্থি‌তি
আমার অ‌পেক্ষাগু‌লো আমার ম‌তো ক‌রেই  থাক
তু‌মি  বরং  পুকু‌রে সাঁতার কা‌টো
ওখা‌নে জোয়ার বা ভাটার যন্ত্রণা নেই।
আ‌মি  ওই  যন্ত্রণাকেই  বড়  ভা‌লোবা‌সি।

আরও পড়ুন