Ads

তাহাদের পায়ের আওয়াজে

মুজতাহিদ ফারুকী

পারস্যের বিশালেরা যেন সূর্য, আকাশের সদা দীপ্ত ফুল
গ্রাস করে নিয়েছেন প্রাচীন আঁধার
সেই রোদে খোলা গায়ে বসি নিত্যদিন
লাগাই নতুন করে দরকারি শুদ্ধ ভিটামিন।
হেরোডোটাসের গান থামিয়ে ধ্যানের গ্রামোফোনে
চাপিয়েছি আত্তারের পাখির কোরাস।

কি বলিস, সক্রেটিস? ইস্!
‘হাও মেনি থিংস
আই ক্যান ডু উইদাউট?’
বসরার রাবেয়ার কাছে তার পেয়েছি হদিস
জেনোফোন কিছুক্ষণ থাকুন গুরুর পায়ে বসে।
একটু পরেই নাকি শুরু হবে গাজ্জালী সুরের মজলিস
একটু থামো, ধুস্, জাজ ব্লুজ ডিলান এলটন
আপাতত আউট, আউট!
জোয়ারের জল ছেড়ে গেছে ভেজা কর্দমাক্ত তট
দু’কান রেখেছি পেতে উস্তাজের পায়ের আওয়াজে।

০৭.০১.২০২০ মঙ্গলবার।

কবিঃ সাহিত্যিক ও সম্পাদক, অন্য দিগন্ত 

 

আরও পড়ুন