Ads

স্বপ্নবিজয়

স্বপ্নবিজয়

মাহফুজুর রহমান আখন্দ

ডিসেম্বরের ষোল তারিখ

স্বপ্নমাখা বিজয় দিনের গান

হানাদারের লেজ গুটানো

মুক্তিসেনার উচ্ছ্বসিত প্রাণ

 

মধুর হাসি বিজয় হাসি

জেলে চাষী সব মানুষের মুখে

কষ্টনদী দুখের পাহাড়

চোখে মুখে স্বপ্ন বাহার

নিজের মাটি নিজের দেশে

থাকবো পরম সুখে

 

রক্তনদী সাঁতার কেটে

উঠলো সবাই তীরে

ভাইকে খুঁজি আব্বা খুুঁজি

অন্ধকারে চক্ষু বুজি

আর এলোনা বুকের কাছে

হাজার লোকের ভীড়ে

 

স্বপ্নগুলো রঙ মাখে না

কষ্টগুলো যাচ্ছে বেড়ে রোজ

স্বাধীন দেশে নইতো স্বাধীন

নাচছি তবু তাধিন তাধিন

মুখের ভাষায় কুলুপ এঁটে

বিষ মাখানো ভোঁজ

 

স্বপ্নগুলো জাগাই তবু মনে

নিজকে নিজে বলছি ক্ষণে ক্ষণে

বিজয় সূরুজ তোমার আমার

বিজয় আলোর ঋণ

বিজয় সুবাস আনুক ডেকে

স্বপ্ন-সুখের দিন।

কবিঃ সাহিত্যিক, গবেষক এবং অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন