Ads

স্বাধীনতা

শিরিন আফরোজ

স্বাধীনতা তোমায় পেতে
কতো-কতে-মা যে সন্তান হারা হয়েছিলো!
কতে-কতো-সন্তান মাকে বলে গিয়েছিলো
মা বিদায় দাও, স্বাধীনতা অর্জন করে তবেই ফিরবো,
ফিরেছে কয়জন, ফিরে নাইও কতোজন?
ছেলের শোকে বৃদ্ধ রহিমা চাচী আজো গুমড়ে গুমড়ে কাঁদে,
শফিক চাচা বয়সের ভাড়ে নইয়ে পড়েও সংসার চালাতে দ্বারে দ্বারে কাজ খুঁজে।

স্বাধীনতা তোমায় পেতে
কতো-কতো- নারী হারিয়েছে তাদের ইজ্জত,
হায়েনার লালসার শিকার হয়ে হারিয়েছে প্রাণ, হারিয়েছে মানসম্মান ।
স্বাধীনতা তোমায় পেতে
ঝড়েছিল কতো শতো তাজা প্রাণ,
সে সব প্রাণের বিনিময়ে আসলো স্বাধীনতা,
রক্ষা হলো দেশের মান।

কবি পরিচয়-
শিরিন আফরোজ।
লেখিকা।
চট্টগ্রাম, বাংলাদেশ।

আরও পড়ুন