Ads

শিশুদের গণিত ভীতির কারণ ও প্রতিকার

জাহিদ হাসান

আমরা যদি আমাদের আশেপাশের শ্রেণীকক্ষের দিকে তাকাই দেখবো, একদল শিশু গণিতকে খুব মজা করে শিখছে।
কিন্তু বেশিরভাগ শিশুর কাছে গণিত একটি আতংকের নাম।গতানুগতিক শিক্ষাব্যবস্থা, পরীক্ষায় বেশি নাম্বার নিয়ে পাশ ইত্যাদি বিষয় গুলো গণিতের মত মজার একটা বিষয়কে আমাদের শিশুদের সামনে “জুজুর” ভয়ের মত আতংক হিসাবে সামনে দাড়াচ্ছে।কিন্তু আমরা একটু এগিয়ে আসলেই আমাদের শিশুগুলোর এই গণিত ভয়কে দূর করতে পারবো।এজন্য পরিবার ও শিক্ষকদের এগিয়ে আসা প্রয়োজন। বিদ্যালয় গুলোতে প্রয়োজন বাস্তবমূখী শিক্ষা ব্যবস্থা চালু করা।
আজ আমি গণিত ভীতির কারণ,লক্ষণ,ফলাফল ও প্রতিকার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।

★ শিশুদের গণিত ভীতির কারণঃ
১. পাঠদান পদ্ধতি।
২. পাঠদানের পরিবেশ।
৩. পরীক্ষায় ভালো করার চাপ।
৪. সবার সামনে অপমানের ভয়।

★ গণিত ভীতির লক্ষণঃ
১. গণিত নিয়ে আত্মবিশ্বাসের অভাব।
২. শ্রেণি কক্ষে পিছনে বসা।
৩. শ্রেণি কক্ষে অমনোযোগী।
৪. শ্রেণীতে অংশগ্রহণে অনিচ্ছা।

★ গণিত ভীতির ফলাফলঃ
১. গণিতের ভিত মজবুত হয় না।
২. শিখনফল অর্জিত হয় না।
৩. ধুকতে ধুকতে উপরের শ্রেণিতে উঠতে থাকে।
৪. এক সময় শিক্ষাব্যবস্থা থেকে ঝড়ে পড়ে।

★ গণিত ভীতির প্রতিকারঃ
১. গণিতকে বাস্তবমুখী শিক্ষা দেয়া।
২. গণিতকে আরো আনন্দময় করে শিক্ষা দেয়া।
৩. গণিত শিক্ষার জন্য উপযুক্ত পরিবেশ দেয়া।
৪. উপকরণ ভিত্তিক গণিত শিক্ষার ব্যবস্থা করা।
৫. গণিত মেলার আয়োজন করা।

৬. পরিবারে বিভিন্ন কাজে গণিতের ব্যবহার দেখানো।

লেখকঃ কলামিস্ট

 

আরও পড়ুন