Ads

“য়” এবং “ই” নিয়ে যত সমস্যা

জসিম উদ্দিন বিজয়

‘য়’ এবং ‘ই’ নিয়ে প্রায়শই আমরা বিভ্রান্তিতে পড়ি। এবং এ দুটো বর্ণের সঠিক ব্যবহার না করার কারণে ক্রিয়া মৌলিকত্ব হারিয়ে বাক্যটি প্রাণহীন হয়ে পড়ে। আসুন ক্রিয়াপদে এ দুটো বর্ণের ব্যবহার জেনে নিই।

‘আমি ভাত খায়।’
‘সে বাড়ি যাই।’

বাক্য দুটোতে লক্ষ করুন। কোনো ত্রুটি দেখতে পাচ্ছেন?
হুম, অবশ্যই ত্রুটিপূর্ণ বাক্য। কেননা এখানে ক্রিয়াপদে ‘য়’ এবং ‘ই’ এর সঠিক ব্যবহার না হওয়ায় কর্তা ও ক্রিয়ার মধ্যে অসামঞ্জস্য সৃষ্টি হয়েছে। বাক্যটি হতো—
‘আমি ভাত খাই।’
‘সে বাড়ি যায়।’

#নিয়ম—
আপনাকে বাংলা বাক্যের কর্তা ও পুরুষ সম্পর্কে জানতে হবে আগে।(ইংরেজিতে যাকে Person বলে) যেমন:-

আমি/আমরা —উত্তম পুরুষ।
তুমি/তোমরা— মধ্যম পুরুষ
সে/রহিম/সালেহা— নাম পুরুষ।

সাধারণত ক্রিয়াবাচক শব্দে ‘ই’, ‘ও’, ‘য়’ পর্যায়ক্রমে ব্যবহার করা হয়। যেমন: যাই, যাও, যায়।

#কৌশল
১.বাংলা বাক্যের কর্তা উত্তম পুরুষ হলে ক্রিয়াপদে ই ব্যবহার করতে হবে। যেমন–

‘আমি গান গাই।’
‘আমরা বেড়াতে যাই।’

এখানে উল্লেখ্য যে, দুটো বাক্যের কর্তাই উত্তম পুরুষ।

২. কর্তা মধ্যম পুরুষ হলে ক্রিয়াপদে ‘ও’ ব্যবহৃত হবে। যেমন–

‘তুমি আমার চোখের তারা হও।’
‘তোমরা কেউই ভীরু দূর্বল নও।’

এখানে দুটো বাক্যেই কর্তায় মধ্যম পুরুষ উপস্থিত।

৩. কর্তা যখন নাম পুরুষ হয় তখন ক্রিয়াপদে ‘য়’ ব্যবহৃত হবে। যেমন–

‘সে আমাকে মুগ্ধ করে যায়
আর আমার হৃদয় রোজ নাড়িয়ে দেয়।’
‘সুলতানা জাকিয়া স্বামীর কল্যাণ চায়।’
‘মাহমুদ আল হাসান ভালো লিখতে চায়।’

অনেক সময় কর্তা গোপন থাকে। সেক্ষেত্রে আপনাকে কর্তা নির্ধারণ করে তারপর ক্রিয়াপদ লিখতে হবে। যেমন:–

‘যখনই বলতে চাই
ভীষণ লজ্জা পাই।’

যদিও গোপন আছে কিন্তু এখানে কর্তা ‘আমি’ (উত্তম পুরুষ)। তাই ক্রিয়াপদে ‘ই’ ব্যবহৃত হয়েছে। এখানে যদি ‘য়’ ব্যবহার করে এভাবে লেখা হতো—

‘যখনই বলতে চায়
ভীষণ লজ্জা পায়।’

তাহলে কর্তা সে/অন্য কেউ(তারিফ, মামুন শেখ, শরীফইত্যাদি) হয়ে যেতো। অর্থাৎ নাম পুরুষ হয়ে যেতো।

#শর্ট_টেকনিক
আমি/আমরা= ই
তুমি/তোমরা= ও
সে/দিলরুবা= য়

উদাহরণগুলো দেখুন

১ #আমি_আমরা(উত্তম পুরুষ)

✅ আমি তোমাকে মনের কথা বলতে #চাই
❌ আমি তোমাকে মনের কথা বলতে #চায়

✅ আমরা খেলায় জিততে #চাই
❌ আমরা খেলায় জিততে #চায়

✅আমরা দেশের ভালো #চাই
❌ আমরা দেশের ভালো #চায়

✅তোমারে কাছে পেতে #চাই
❌ তোমারে কাছে পেতে #চায়

✅আমি কোন আগন্তুক #নই
❌ আমি কোন আগুন #নয়

২ #তুমি/তোমরা (মধ্যম পুরুষ)

✅ ভালো মানুষ #হও
❌ভালো মানুষ #হয়

✅ তুমি আমার ছাড়া আর কারো #নও
❌ তুমি আমার ছাড়া আর কারো #নয়

✅ তোমরা মেধাহীন #নও
❌ তোমরা মেধাহীন #নয়

৩ #সে/নাম (নাম পুরুষ)

✅ Arif Billah সুন্দরী বউ #চায়
❌ Arif Billah সুন্দরী বউ #চাই

✅ চঞ্চল মাহমুদ ভালো গান #গায়
❌ চঞ্চল মাহমুদ ভালো গান #গাই

✅মাহমুদুল হাসান প্রেমিক হতে #চায়
❌মাহমুদুল হাসান প্রেমিক হতে #চাই

✅Sumaiya Nishi স্বপ্ন নিয়ে বাঁচতে #চায়
❌Sumaiya Nishi স্বপ্ন নিয়ে বাঁচতে #চাই

✅সানী পড়াশোনা শেষ করে সংসার করতে #চায়
❌ সানী পড়াশোনা শেষ করে সংসার করতে #চাই

✅অরণ্য অশ্লীল কবি #নয়
❌ অরণ্য অশ্লীল কবি #নই

✅ Azim Uddin জানে না সে কি হতে #চায়
❌ Azim Uddin জানে না সে কি হতে #চাই

✅Somrat ভালো লিখতে #চায়
❌ Somrat ভালো লিখতে #চাই

বেশি বেশি পড়ুন এবং লিখুন তবে সতর্কতা অবলম্বন করুন। ত্রুটি মার্জনীয়🙏

লেখকঃ জসিমউদ্দিন বিজয় , কবি, সাহিত্যিক ও প্রাবন্ধিক।

আরও পড়ুন