Ads

একজন হিন্দু ডাক্তার – একজন খ্রিষ্টান অঙ্গদাতা – একজন মুসলিম প্রাপক

সাদা পাঞ্জাবী পরা ব্যক্তিটি আফগান সৈনিক আবদুল রহিম যিনি যুদ্ধে তার উভয় হাত হারিয়েছিলেন। এরপর কেরালার জোসেফের কাছ থেকে এক জোড়া হাত পেয়েছিলেন।
জোসেফের সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটেছিল। তাঁর স্ত্রী ও মেয়ে সেই হাতের দিকে অপলক তাকিয়ে ছিলেন। যে হাত দুটো এক সময় তাদের যত্ন নিতো, যে হাত দুটো তাদের মাথায় ছায়া হয়ে ছিলো!
অরগান ট্রান্সপ্লান্ট অপারেশনটি পরিচালনা করেছেন ড. সুব্রামানিয়ান আইয়ার(নীল শার্ট)।
একজন হিন্দু ডাক্তার – একজন খ্রিষ্টান অঙ্গদাতা – একজন মুসলিম প্রাপক – মানবতাবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।আমরা সবাই তাঁর কাছ থেকে এসেছি এবং চূডান্তভাবে তাঁর কাছেই ফিরে যাবো।

আরও পড়ুন