Ads

থ্রি কোয়েশ্চনস অফ লিও টলস্টয়

।। মোঃ খলিলুর রহমান ।।

আমাদের যাপিত জীবনে চিন্তার ক্ষেত্র যেন এক বর্ণিল ক্যানভাস। বিভিন্ন সময়ে আমাদের চিন্তায় আসে বৈচিত্র্যে ভরপুর সব জীবনবোধ। জীবনের ক্যানভাসে আঁকি সব কাজের রেখা। যেখানে সফলতার প্রত্যাশায় অধীর আগ্রহে বসে থাকে আমাদের ভবিষ্যৎ।

কিন্তু কীসে আমাদের কল্যাণ হবে? কখন কী করলে আমাদের সব ইতিবাচক চিন্তাগুলো স্বাধীনভাবে উড়ে চলার পাখা পাবে? কাকে বেশি সময় দেব? আমার কাছে কে বেশি গুরুত্বপূর্ণ? এসব প্রশ্নের উত্তর জানা থাকলে আমাদের প্রতিটি মুহূর্ত হবে সফলতায় পরিপূর্ণ।

জীবন নিয়ে এমনই তিনটি প্রশ্ন খুঁজে বের করেছেন বিখ্যাত রুশ সাহিত্যিক লিও টলস্টয়। ‘থ্রি কোয়েশ্চনস’ বা ‘তিনটি প্রশ্ন’ শিরোনামের একটি গল্প লেখেন তিনি যা ১৮৮৫ সালে প্রকাশিত হয়।

জেনে নেয়া যাক প্রশ্ন তিনটি এবং উত্তর:-

১) What is the important time to do?

(কাজ শুরু করার উপযুক্ত সময় কোনটি?)

উত্তর:- Now. কাজ শুরু করার Suitable time-এখনই।

আরও পড়ুন-নিয়ন্ত্রণযোগ্য বিষয়ে ফোকাস করতে শিখুন

২) Who is important person?

(কোন ব্যক্তি আমার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ?)

উত্তর:-আমার সামনে যে বসা তিনিই হচ্ছেন আমার নিকট গুরুত্বপূর্ণ ব্যক্তি।

৩) What is important job?

(কোন কাজটি আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ?)

উত্তর:- আমার হাতে বা আমার সামনে যে কাজটি সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

 

লেখকঃ লেখক এবং ভি পি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

মহীয়সীর প্রিয় পাঠক ! সমাজ,পরিবার ও আত্মউন্নয়ন মূলক অসাধারণ লেখা ও আর্টিকেল পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi এ লাইক দিন।প্রিয় লেখক!আপনার  পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে-  [email protected]  ও  [email protected] ; প্রিয় লেখক ও পাঠক আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম এ যুক্ত হয়ে আমাদের সাথেই থাকুন ।

আরও পড়ুন