Ads

শামস তাবরিজীর উপদেশাবলী

।। অনুবাদ: আনোয়ার হোসেইন মঞ্জু ।।

১)

“মানুষের সত্তার মাঝেই থাকে সমগ্র বিশ্ব।

শয়তান আমাদের ফাঁদে ফেলার জন্য অপেক্ষারত কোনো দানব নয়।

সে আমাদের ভেতরের কণ্ঠস্বর।

তুমি তোমার ভেতরেই তোমার শয়তানকে খোঁজো,

অন্য কারও ভেতর খোঁজার প্রয়োজন নেই।

ভুলে যেয়ো না যে, যে তার নিজের শয়তানকে জানে,

সে তার আল্লাহকে ভালোভাবে জানে।”

২)

“নিজেকে এমন প্রশ্ন করা কখনও বিলম্বিত নয়,

“আমি কি আমার জীবনকে বদলাতে প্রস্তুত?

আমি কি নিজেকে বদলাতে প্রস্তুত?”

আমাদের বয়স যত হোক, যা কিছু চাই,

পুনর্জন্ম গ্রহণ করা সবসময় সম্ভব।

প্রতিটি দিন যদি গত দিনের মতো হয়,

তাহলে সেটি কি কোনো দু:খের কথা!

প্রতিটি নি:শ্বাস পুনর্জন্মের এক একটি সুযোগ,

কিন্তু নতুন করে পুনর্জন্ম লাভ করতে

তোমাকে মরতে হবে তোমার মৃত্যুর আগে।”

৩)

“আকাশের নক্ষত্র ও তারকারাজির সংখ্যার চেয়েও

পৃথিবীতে আছে অধিক সংখ্যক ভূঁয়া পীর ও উস্তাদ,

তোমার ভেতরে যে অপূর্ব সৌন্দর্য বিরাজমান

যিনি তোমাকে তা শেখান, তিনিই প্রকৃত উস্তাদ,

ভণ্ড মেকি পীর থাকতে চান ভক্ত-অনুরক্ত পরিবৃত হয়ে

এবং তিনি আত্মপ্রশংসা করেন ও প্রশংসা পেতে চান।”

আরও পড়ুন – থ্রি কোয়েশ্চনস অফ লিও টলস্টয়

৪)

“প্রেমহীন জীবন এক অর্থহীন জীবন।

নিজেকে কখনও এমন প্রশ্ন করো না,

‘আমি কি আধ্যাত্মিক, বস্তুগত বা দৈহিক প্রেমের সন্ধান করবো?’

বৈষম্য তোমাকে বৈষম্যের দিকে ঠেলে দেয়।

প্রেমের কোনো নাম, শ্রেণী বা সংজ্ঞা নেই,

প্রেম স্বয়ং এক পৃথিবী।

হয় তুমি প্রেমের ভেতরে অথবা কেন্দ্রে,

অথবা .প্রেমের ব্যাকুলতা নিয়ে তুমি বাইরে।”

৫)

“পরিবর্তনকে প্রতিহত না করে আত্মসমর্পণ করো,

জীবনকে তোমার প্রতিপক্ষ নয়, সঙ্গী হতে দাও,

যদি এমন ভাবো,“’আমার জীবন তো উল্টে যাবে,”

তা নিয়ে কোনে উদ্বেগ-উৎকণ্ঠা করো না।

তুমি তো জানো ওপরের চেয়ে নিচে ভালো নয়?”

(তাবরিজের শামস সুফি দর্শনের এক রহস্য মানব। তিনি ভবঘুরে সাধক, যাযাবরের মতো এক স্থান থেকে আরেক স্থানে বিচরণ করতেন। তিনি সুফি কবি জালালুদ্দীন রুমির জীবনে হঠাৎ করে আবির্ভূত হন। রুমির ওপর স্থায়ী প্রভাব বিস্তার করে নিরুদ্দেশ হয়ে যান। রুমির মাঝে কবি সত্তার জন্ম হয় এবং তিনি এরপর তিনি কবিতা ছাড়া আর কিছুতে মন বসাতে পারেননি। কবিতায় তিনি খুঁজেছেন আল্লাহকে এবং তার উস্তাদ ও প্রেমিক শামস তাবরিজীকে।)

…………………………………………………………………

মহীয়সীর প্রিয় পাঠক ! সমাজ,পরিবার ও আত্মউন্নয়ন মূলক অসাধারণ লেখা ও আর্টিকেল পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi এ লাইক দিয়ে ফেসবুকে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন।প্রিয় লেখক! আপনার  পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে-  [email protected]  ও  [email protected] ; প্রিয় লেখক ও পাঠক আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম এ যুক্ত হয়ে আমাদের সাথেই থাকুন ।

আরও পড়ুন