Ads

সোনালী দিনের কথা

 

ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক ( রঃ)।
তিনি ছিলেন অর্ধেক পৃথিবীর শাসক। জ্ঞান, বিচক্ষনতায়, সাহস ও শক্তিতে তাঁর সমান কেউ নেই বললেই চলে।
এক পবিত্র জুমার খুতবা দিতে দাঁড়িয়ে গেলেন খলিফা।
উপস্থিত এক ব্যক্তি হাত উঠালেন, খলিফা বললেন – কিছু বলতে চাও?
– আপনার কাছে একটা প্রশ্ন,উত্তর না পাওয়া পর্যন্ত খুতবা শুনবনা।
খলিফা হজরত ওমর ( রঃ) বললেন, আরজ করুন।
– বায়তুল মাল থেকে আমাদের সবার রেশন একই সমান, আমরা যা পাই আপনিও তাই পান।
কিন্তু আজ আপনার গায়ে অতিরিক্ত চাদর কেন?
খলিফা উত্তর দিতে প্রস্তুত।
এমন সময় খলিফা হজরত ওমর ফারুক (রঃ) পুত্র দাঁড়িয়ে গেলেন, বললেন – আব্বাজানকে আজ খুতবা দিতে হবে তাই আজকের জন্য আমার নতুন চাদর তাঁকে দান করেছি।
হযরত ওমর কিবলা মুখী হলেন এবং চাদর খুলে ফেললেন।
সবাই লক্ষ্য করল তাঁর জামাতে ছেঁড়ার কোন অন্ত নেই।
এটিই ইসলামের জবাবদিহি। আর এটিই ইসলামের স্বরূপ।।

 

আব্দুল মতিন- কবি,সাহিত্যিক ও সহ সম্পাদক মহীয়সী   ।

আরও পড়ুন