Ads

কলকাতার চলচ্চিত্রে শ্রেষ্ঠ চিত্রনাট্যের পুরস্কার পেলেন আশরাফ শিশির

।। মহীয়সী ডেস্ক ।।

 

গত ২৭ ও ২৮ নভেম্বর হায়দারাবাদের প্রসাদ স্টুডিওতে অনুষ্ঠিত চতুর্থ তেলঙ্গনা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল (Telangana Bengali Film Festival) এ বাপ্পা পরিচালিত “শহরের উপকথা” চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যের জুরি এওয়ার্ড পেলেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক আশরাফ শিশির। ওই উৎসবে ছবিটি জয় করে নেয় আরো ৩টি পুরস্কার।

 

ওই ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী মুনমুন সেন । প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন তিনি। উৎসবে উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা গৌরব চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, সুরকার জয় সরকার, অভিনেত্রী শ্রীলেখা মিত্র, বিদিপ্তা চক্রবর্তী, ঐন্দ্রিলা সেন, অঙ্কিতা চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার প্রমুখ।
আশরাফ শিশির
আশরাফ শিশির
আরও পড়ুন