Ads

এলাজ

———— আবু সাইফা
থুজা-বেলাডোনা-ল্যাকেসিস-নাক্স
হাজার চরিত্র নিয়ে রাতজেগে কত ঘাটাঘাটি
সেফালোস্পোরিন তৃতীয় প্রজন্ম
ব্যথার ওষুধ এন্টি এ্যাজমাটিক, ইনসুলিন আরও কতো কি?
সারিবাদ্যারিষ্ট-চ্যবনপ্রাশ-রজঃপ্রবর্তনী
আয়ুর্বেদ ইউনানি, সোনার দেহ ঝাঁজরা করা আকুপাংচার
এমনকি দুর্বোধ্য সোলেমানী তেলেসমা তাবিজ
কামরুপকামাক্ষার মারণ-সম্মোহন-উচাটন বুলি
ওসব ঔষধে টলারেন্স এখন!
মেডিটেশনের আলফা লেবেলে তুরীয়ানন্দে অসীমে সাঁতার।
কিরোর হস্তরেখার বই:
আড়াআড়ি জীবনরেখার উপর গভীর ভাগ্যরেখা
বৃহস্পতি অনেক উঁচুতে, শনি মোছা মোছা
এতসবেও আরোগ্য নেই দাম্পত্যকলহের–
সংসারে সব থেকে অব্যর্থ ঔষধ টাকা।
চ্যবনমুণি নাকি হালুয়াতে মুক্তি লভে ছিলেন?
মধ্যমনারায়ণ,এরভামাটিনে চুল গজিয়েছে কার দুখ্টাকে?
রজঃপ্রবর্তনী ব্যর্থ হয় হাভাতের সংসারে
মেহমান শুধু বাড়ে– তার মুখে ভাত চাই
ক্ষুধা রোগের অমোঘ ওষুধ ভাত।
আবু সাইফা,কবি,সাহিত্যিক ও সহ-সম্পাদক,মহীয়সী
আরও পড়ুন