Ads

আগরতলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’

নিজস্ব প্রতিবেদক

আজ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় আজ ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশন এ এই চলচ্চিত্র উৎসবের শুরু হতে যাচ্ছে । ত্রিপুরার রাজধানী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নং হলরুমে তিন দিনব্যাপী এ উৎসব চলবে । এই উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক ও আন্তর্জাতিক চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত পরিচালক আশরাফ শিশির পরিচালিত মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মধ্য-দৈর্ঘ্যের চলচ্চিত্র “যুদ্ধটা ছিল স্বাধীনতার”। ছবিটি ইতিমধ্যে ঘুরে এসেছে ২২টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

আরও পড়ুন