Ads

ইলহান ওমর যার প্রতি ক্ষোভ ছিল ডোনাল্ড ট্রাম্পের

তামসী রহমান রুকু

ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী এলাকায় একটি নাম প্রায়ই উচ্চারণ করতেন, আর তার সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে বলতো- Lok her up send her back.. ইলহান কে জেলে ঢোকাও, তাকে আমেরিকা থেকে বের করে দাও। নিয়তির কি নির্মম পরিহাস- এই ইলহান ওমর এখন মার্কিন কংগ্রেসের সদস্য আর ডোনাল্ড ট্রাম্পেরই অভিশংসন বিচার শুরু হতে যাচ্ছে এই ফেব্রুয়ারীতেই। রাজধানীর ওয়াশিংটনে ভয়াবহ সহিংসতার জন্য তাকে দায়ী করা হচ্ছে। ফলে সিনেটে তার বিচার প্রক্রিয়া শুরু হবে।
ইলহান ওমর মার্কিন কংগ্রেসের একজন মুসলিম নারী সদস্য।শৈশবে তিনি মাকে হারান বাবার কাছেই তিনি বেড়ে ওঠেন। সোমালিয়ায় তার জন্ম।উদ্বাস্তু হয়ে তিনি আমেরিকায় আসেন। দীর্ঘ সংগ্রাম শেষে২০০০সালে পান আমেরিকার নাগরিকত্ব। একজন মুসলিম ও কৃষ্ণাঙ্গ হিসেবে স্কুলে শিক্ষক ও সহপাঠীদের কাছে অনেক লাঞ্ছনার শিকার হন। এসব কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের অধিকারের জন্য তিনি সংগ্রাম করেছেন।। বিপুল ভোটে তিনি বিজয়ী হয়েছেন।
ইলহান ওমর এর জয়ের মধ্য দিয়ে পরাজিত হয়েছে বর্ণ বৈষম্য, ধর্মীয় বিদ্বেষ এবং ঘৃণা। জয়ী হয়েছে মানবিকতা ,মানুষের জন্য ভালোবাসা।

লেখকঃ সাহিত্যিক ও  সহকরী অধ্যাপক বাংলা

আরও পড়ুন